ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চলতি বছর ব্রাজিলে হবে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

২০২৫ জানুয়ারি ০৮ ১৭:৪১:৩৩
চলতি বছর ব্রাজিলে হবে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

ডুয়া নিউজ:বাংলাদেশি পণ্যের জন্য নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে। চলতি বছর প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশি পণ্যের প্রদর্শণী হবে বলে জানিয়েছে ব্রাজিল–বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।

আজ বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্রাজিলের সাও পাওলোতে আগামী জুনে অনুষ্ঠিতব্য 'মেড ইন বাংলাদেশ এক্সপো– ২০২৫' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিবিসিসিআইয়ের সহ-সভাপতি সাইফুল আলম বলেন, "ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতামূলক নয়, বরং সহায়তামূলক। ব্রাজিল থেকে বাংলাদেশে আমদানি হয় ৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, কিন্তু বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানি মাত্র ১ বিলিয়ন মার্কিন ডলার।"

তিনি আরও বলেন, "ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত 'মেড ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫' দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। বাংলাদেশি আমদানিকারকদের পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী উন্নিত করার সুযোগ সৃষ্টি হবে।"

প্রদর্শনীতে প্রায় ১০০-১৫০ জন বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন বিবিসিসিআইয়ের সহ-সভাপতি সাইফুল আলম।

এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি আমদানিকারকদের জন্য ব্রাজিলে ব্যবসায়িক জোট গড়ে তোলার পাশাপাশি সয়াবিন, চিনি এবং শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য অন্বেষণের সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রথমবারের মত চলতি বছরের ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলে বাংলাদেশি পণের সবচেয়ে বড় প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে— যেখানে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া, টেক্সটাইলসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করছে আয়োজক সংগঠন।

মো. জয়নাল আবদীন জানান, "ব্রাজিলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফার্মাসিটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানির পাশাপাশি ব্রাজিল থেকে মিনারেল, ফুয়েল, অয়েল, বিফ, পোল্ট্রি, আমদানি করা যেতে পারে। বাণিজ্যের পাশাপাশি ব্রাজিলের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন এই এক্সপোর মাধ্যমে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে