ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

২০২৫ জানুয়ারি ০৮ ১৭:০৫:৩২
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

ডুয়া ডেস্ক: গত দুই সপ্তাহে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। কাজাখস্তান, দক্ষিণ কোরিয়ার পর অস্ট্রেলিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহত দুই পর্যটক সুইজারল্যান্ড এবং ডেনমার্কের নাগরিক। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে রটনেস্ট দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার (৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্যা জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্তহয়। বিমানটিতেছয়জন পর্যটকছিলেন। এ ঘটনায় বাকি তিন পর্যটক আহত হয়েছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।”

তিনি আরও বলেছেন, এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে