ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

২০২৫ জানুয়ারি ০৮ ১৪:৪৫:৪৭
একনেকে ১০ প্রকল্প অনুমোদন

ডুয়া ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে গ্যাসের নতুন কূপের অনুসন্ধান অন্তর্ভুক্ত। এর বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ হাজার ২৪৬ কোটি ৯০ লাখ টাকা। যার মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৩২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পগুলো উপস্থাপিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

একনেকের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: - চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প- মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প- মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্প- গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এবং সেফটি সিস্টেম প্রতিষ্ঠা প্রকল্প- ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প- সিলেটে ভূমি উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প- দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুন:নির্মাণ প্রকল্প- ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ কূপ খনন প্রকল্প- লামবিনি কনভারশন এরিয়ায় বাংলাদেশ বুডিস্ট মনাস্ট্রি নির্মাণ প্রকল্প- নেপাল প্রকল্প

অন্যদিকে, পরিকল্পনা উপদেষ্টা দ্বারা অনুমোদিত ১০টি প্রকল্প একনেকের অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে:- রংপুর বিভাগের সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণ প্রকল্প- সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ প্রকল্প- উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬টি সুবিধাবঞ্চিত এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প- সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প- মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প- রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প- মুন্সীগঞ্জ জেলার পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প- বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিনের সুতা তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প- শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রকল্প।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে