ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ফ্যাক্ট চেকার থাকছে না ফেসবুক ও ইনস্টাগ্রামে

২০২৫ জানুয়ারি ০৮ ১৪:৩৬:২৯
ফ্যাক্ট চেকার থাকছে না ফেসবুক ও ইনস্টাগ্রামে

ডুয়া ডেস্ক: ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটা। এখন থেকে তথ্যের সত্যতা যাচাইয়ের কাজটি ব্যবহারকারীরা ‘কমিউনিটি নোটের’ মাধ্যমে করবেন, যা ইলন মাস্কের এক্স-এর মতো।

মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেন, ফ্যাক্ট চেকাররা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং তারা মুক্ত মতামতকে চাপা দিয়ে আস্থা নষ্ট করেছে। তিনি আরও স্বীকার করেন যে, ফ্যাক্ট চেকারদের অভাবে এর প্ল্যাটফর্মগুলোতে ক্ষতিকর কনটেন্টের সংখ্যা বাড়তে পারে।

মেটা ট্রাম্পের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচনে তার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় রয়েছে। একদিন আগে, ট্রাম্পের সহযোগী ডানা হোয়াইট মেটার বোর্ডে যোগ দিয়েছেন এবং সংস্থাটি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

২০১৬ সালে মেটা প্রথম ফ্যাক্ট চেকার প্রোগ্রাম চালু করেছিল। এরপর ২০২২ সালে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর সে প্ল্যাটফর্ম থেকেও ফ্যাক্ট চেকারদের বাদ দেন।

এছাড়া মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে পলিসি ভঙ্গন শনাক্তে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিবর্তনের পরিকল্পনা করছে। তারা বলছে, অনেক সময় অযৌক্তিকভাবে কনটেন্ট মুছে ফেলা হচ্ছিল। ভবিষ্যতে মেটা শুধুমাত্র গুরুতর পলিসি ভঙ্গন, যেমন সন্ত্রাসবাদ ও শিশুর যৌন হেনস্তার মতো বিষয়গুলোর ওপর নজর দেবে এবং অন্যান্য বিষয়ে ব্যবহারকারীদের থেকে রিপোর্ট নিতে চায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে