ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

২০২৫ জানুয়ারি ০৮ ১৪:২৪:৩১
শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

ডুয়া ডেস্ক: খুলনা অঞ্চল ছাড়া দেশের সব অঞ্চলে বৃহস্পতিবার সকালে সূর্যের দেখা মেলেনি এবং কুয়াশা ও শীতল বাতাসের ফলে শীতের অনুভূতি বেড়ে গেছে। আগামীকাল (৯ ডিসেম্বর) থেকে দেশে বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এ বিষয়ে বুধবার (৮ জানুয়ারি) সকালে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, কুয়াশার কারণে রাতের তাপমাত্রা সাধারণত কিছুটা বেড়ে যায়। তবে দিনের আলো না থাকায় তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান যে, আগামী দু-তিন দিন কুয়াশা বজায় থাকতে পারে এবং রাজধানীতেও অন্তত দুই দিন এই অবস্থা থাকবে। তিনি বলেন, শনিবার বা রোববার থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তবে এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক অচলাবস্থা হতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে