ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে যা বললেন ট্রুডো

২০২৫ জানুয়ারি ০৮ ১৪:৩১:১৬
যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে যা বললেন ট্রুডো

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমন কোনও সম্ভাবনা নেই। আমাদের দুই দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আর এ বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে।

প্রসঙ্গত, সোমবার (৬ জানুয়ারি) তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দেশটির রাজধানী অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এসময় ট্রুডো বলেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন। তারপর আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা প্রায় ১০ বছর কানাডার ক্ষমতায় থাকার স্বাদ পান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে