ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিখোঁজের ১ মাস পর মিললো কানাডা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

২০২৫ জানুয়ারি ০৮ ১৩:৪১:৪৪
নিখোঁজের ১ মাস পর মিললো কানাডা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

ডুয়া ডেস্ক: কানাডার টরেন্টোতে নিখোঁজের এক মাস পর নিধুয়া মুক্তাদি (১৯) নামে এক বাংলাদেশি ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীরে মরদেহটি পাওয়া যায়। নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির এই সংবাদ নিশ্চিত করেছেন। তিনি ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

নিধুয়া মুক্তাদি ছিলেন বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি তার মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করতেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, নিধুয়া কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ পোর্ট ব্রুসের ইরি লেক থেকে উদ্ধার করা হয়। ডিসেম্বরের প্রথম দিকে লন্ডন এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

তিনি পোর্ট স্ট্যানলির কাছে হক ক্লিফ রোডের একটি এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে বের করার জন্য ডুবুরি ও ড্রোন ব্যবহার করা হয়। গত শনিবার ওয়ানেটা বিচে এক কানাডিয়ান নাগরিক তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরবর্তী মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, ‘পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমাদের পরিবার এই মুহূর্তে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন ছিল সাহসী এবং দৃঢ়চিত্তের। তাকে হারিয়ে আমাদের পরিবার বিপর্যস্ত।’

নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, ‘মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছিল ২৯ নভেম্বর। মনে হচ্ছে আমি একটি খারাপ স্বপ্ন দেখছি; আমি চাই জেগে উঠলেই যেন সবকিছু ঠিক হয়ে যায়।’

তথ্য: লন্ডন ফ্রি প্রেস

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে