ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সব কর্মসূচি স্থগিত করলো প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ

২০২৫ জানুয়ারি ০৮ ১২:৫৯:৩২
সব কর্মসূচি স্থগিত করলো প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ

ডুয়া ডেস্ক: শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে ঢাকা মহাসমাবেশ স্থগিত করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন সংগঠনের নেতারা। যার মধ্যে মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, শাহীনুদ আল আমিন, মো. মুনির হোসেন, মো. আনিসুর রহমান, তপন মন্ডল এবং শাহীনুর আক্তার অন্তর্ভুক্ত রয়েছেন।

নেতারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, অধ্যবসায়ের মাধ্যমে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে তারা বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি জোট গঠন করেন। গত ১৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দেন এবং ১০ জানুয়ারি থেকে ৮টি বিভাগীয় শহরে সমাবেশের প্রস্তুতি নেন।

তবে একাংশ অপর একটি কর্মসূচি ঘোষণা করার ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই প্রেক্ষিতে জোটের নেতারা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ঘোষিত সকল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে