ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া; নেত্রীকে দেখতে জনতার ঢল

২০২৫ জানুয়ারি ০৭ ২১:২২:০৫
বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া; নেত্রীকে দেখতে জনতার ঢল

ডুয়া নিউজ: উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন। এজন্য ৮ টা ১৫ মিনিট বাসা থেকে বের হয়ে বিমানবন্দর উদ্দেশে রওনা করে খালেদা জিয়ার গাড়িবহর।

এদিকে প্রিয় নেত্রীকে একনজর দেখতে রাজধানীর গুলশান-২ এবং বনানী এলাকায় হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই এলাকায় মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে গুলশান।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, খালেদা জিয়া রাত ৯টার মধ্যে বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। তার বিদায় জানাতে গুলশানের বাসার সামনে নেতাকর্মীরা বিকেল থেকেই মিছিল নিয়ে জমায়েত হচ্ছেন।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন। সেখান থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা শুরু হবে।

লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ড. জোয়াবেদা রহমান এবং লন্ডন বিএনপির দুই নেতা।

ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসকরা এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি যাবে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দ্রুত সুস্থতার জন্য দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে