ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০২৫ জানুয়ারি ০৭ ২১:০০:১০
সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডুয়া নিউজ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় লোকজনের বিরুদ্ধে জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জহুর আলী একজন সঙ্গী নিয়ে বাল্লার গুইবিল সীমান্তে যান। এ সময় বিএসএফ তাকে ধাওয়া করে আটক করে। তার সঙ্গী পালিয়ে যায়, কিন্তু জহুর আলীকে বিএসএফ আটক করে নিয়ে যায়।

জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের গনকিপাড়ার বাসিন্দা মনসুব উল্লাহর ছেলে। স্থানীয়রা ধারণা করছেন, বিএসএফ তাকে পিটিয়ে হত্যা করে সীমান্তে লাশটি ফেলে দিয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ভারতের বড়কিয়া সীমান্তে একজন বাংলাদেশির লাশ পাওয়া গেছে, যা খোয়াই পুলিশ স্টেশনে রাখা হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অপারেশন অফিসার আদম আলী জানান, তারা লাশ উদ্ধারের খবর পেয়েছেন, তবে ঘটনাস্থল ভারতীয় এলাকায় হওয়ায় লাশটি ভারতীয় পুলিশ নিয়ে গেছে এবং কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে