ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এবার সিলেট যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

২০২৫ জানুয়ারি ০৭ ২০:৫৪:০১
এবার সিলেট যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

ডুয়া ডেস্ক : জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করতে এবার সিলেটে আসছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করবেন তিনি।

তিনদিনব্যাপী এমসি কলেজ মাঠে এ মাহফিল চলবে ১১ জানুয়ারি (শনিবার) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। ১১ জানুয়ারি সকাল ১০টায় তাফসির মাহফিলের মাঠে নারীদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন তিনি।

এ মাহফিলে এবার পাঁচ লক্ষাধিক লোক সমাগমে তৎপর আয়োজকরা, চলছে ব্যাপক প্রচারণা।

আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আনজুমানে খেদমতে কুরআনের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল হাই হারুন মাহফিল জানান, এ মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলামপ্রিয় মানুষ মুক্ত পরিবেশে কুরআনের তাফসির মাহফিলে শরিক হতে পারবেন। আমাদের ধারণা মাহফিলে পাঁচ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন।

আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে