ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫ জানুয়ারি ০৭ ২০:৪০:০৪
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ১৬টি বিভাগের ১,০৬৫টি আসনের বিপরীতে ২৪,৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন, যার মানে প্রতি আসনের বিপরীতে ২৩ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা খুলনা ক্যাম্পাসসহ মোট ১১টি ভেন্যুর ৪৪৭টি কক্ষে অনুষ্ঠিত হবে এবং এটি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এই বছর পরীক্ষার্থীর সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি। পরীক্ষা কেন্দ্রগুলোতে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কক্ষে প্রবেশ করতে পারবেন। পরীক্ষার নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে নগরীর যানজট নিরসনসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপাচার্য জানান, আবেদনকারীদের আসনভিত্তিক কক্ষ বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ করা হবে। উল্লেখ্য, কুয়েট গত কয়েক বছর ধরে প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিয়েও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেবে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা ২৬ জানুয়ারি প্রকাশ করা হবে। সেশনজট নিরসনের লক্ষ্যে কুয়েট ভর্তি পরীক্ষা দেশের মধ্যে সবার আগে অনুষ্ঠিত হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় দুটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে: ‘ক’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপের জন্য এমসিকিউ পরীক্ষার পাশাপাশি ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কনসহ ৬০০ নম্বরের পরীক্ষা হবে। গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে প্রতিটিতে ১৫টি এবং ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপে মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪টি অতিরিক্ত প্রশ্ন থাকবে।

এ বছর ভর্তি পরীক্ষার ফি ১১০০-১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কুয়েটের পরীক্ষার পাশাপাশি ১১টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারীর রেভা পলস হাই স্কুল, মুজগুন্নির বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খালিশপুরের সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য কেন্দ্র রয়েছে।

প্রতিটি বিভাগের আসন সংখ্যা:

সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই): ১২০ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই): ১২০মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই): ১২০কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই): ১২০ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই): ৬০ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম): ৬০লেদার ইঞ্জিনিয়ারিং (এলই): ৬০টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই): ৬০আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং (ইউআরপি): ৬০বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম): ৬০বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই): ৩০আর্কিটেকচার (আর্ক): ৪০ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই): ৬০এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই): ৩০কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই): ৩০মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই): ৩০এছাড়া, সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা) পাঁচটি আসনসহ মোট ১,০৬৫ জন শিক্ষার্থী ভর্তি হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে