ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশ পরিচালনার সুযোগসহ প্রবাসীদের ৬ দাবি

২০২৫ জানুয়ারি ০৭ ১৮:৩২:০৮
দেশ পরিচালনার সুযোগসহ প্রবাসীদের ৬ দাবি

ডুয়া ডেস্ক : প্রবাসী নেতারা দেশ পরিচালনায় অন্তত ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করাসহ ছয় দফা দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে এসব দাবি উপস্থাপন করেন ব্যারিস্টার নাজির আহমেদ ও প্রবাসী সাংবাদিক অলিউল্লাহ নোমান।

প্রবাসী বাংলাদেশিরা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জানিয়ে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, তাদের বঞ্চিত করলে দেশই ক্ষতিগ্রস্ত হবে। এসময় তিনি ছয়টি প্রধান দাবির কথা উল্লেখ করেন:

১. দেশ পরিচালনায় প্রবাসীদের অন্তর্ভুক্তি

দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ প্রবাসে থাকেন। তবে কোনো সরকারেই প্রবাসীদের প্রতিনিধি রাখা হয়নি। চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সরকারে থাকলেও দেড় কোটি প্রবাসীর জন্য কোনো ব্যবস্থা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দেশ গঠনে আনুপাতিক হারে প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে।

২. প্রতিভাবান প্রবাসীদের সংযুক্তি

ব্রিটেনে বসবাসরত হাজারো বাংলাদেশি বংশোদ্ভূত অক্সফোর্ড, কেমব্রিজ এবং লন্ডন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আছেন। তাদের দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

৩. সংবিধানের বৈষম্য বিলুপ্তি

বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদে দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার পথে বাধা রয়েছে। অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সম্ভব। এই বৈষম্যমূলক ধারা বিলুপ্তির দাবি জানানো হয়।

৪. পাওয়ার অব অ্যাটর্নি সহজীকরণ

প্রবাস থেকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে বৈধ বাংলাদেশি পাসপোর্টের বাধ্যবাধকতা বাতিলের দাবি জানানো হয়। পরিবর্তে পাসপোর্ট, এনআইডি বা ব্রিটিশ পাসপোর্টকে গ্রহণযোগ্য করার দাবি তোলা হয়।

৫. ভোটাধিকার নিশ্চিতকরণ

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকারের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করার দাবি করা হয়।

৬. প্রবাসী সংস্কার কমিশন গঠন

প্রবাসীদের অধিকার ও সেবার মান উন্নয়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। এটি প্রবাসীদের দাবিদাওয়া ও অভিযোগের বিষয়ে কার্যকর সমাধান দেবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি শক্তিশালী করতে বছরে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাদের সঠিকভাবে যুক্ত করলে তারা দেশের ভাবমূর্তি বাড়াতে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এই দফাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ প্রবাসীরা শুধু অর্থনীতিতে নয়, রাষ্ট্রীয় কূটনীতি ও উন্নয়ন পরিকল্পনায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে