ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দ.কোরিয়ায় বিমান দুর্ঘটনা: ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিবহন মন্ত্রী

২০২৫ জানুয়ারি ০৭ ১৮:২৩:৩০
দ.কোরিয়ায় বিমান দুর্ঘটনা: ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিবহন মন্ত্রী

ডুয়া ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-উও। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, জেজু এয়ারের বিমান দুর্ঘটনার জন্য তিনি দায়ী অনুভব করছেন এবং এই কারণে পদত্যাগ করতে চান।

গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬, যার মধ্যে ১৮১ জন যাত্রী ছিলেন। বিমানের ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিয়ে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনেেই মৃত্যু হয়।

দেশটির পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-উও বলেছেন, ‘‘এই বিপর্যয়ের জন্য ব্যাপক দায় অনুভব করছি।’’ তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে তিনি পদত্যাগের সঠিক সময় বের করার চেষ্টা করবেন।

বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপ-পরিবহন মন্ত্রী জু জং-ওয়ান স্বীকার করেছেন, রানওয়ে নির্মাণের সময় নিরাপত্তা ব্যবস্থার দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে কোরিয়ার ও বিদেশের নিয়ম অনুযায়ী তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রানওয়ের সামনের প্রাচীর কীভাবে নির্মাণ করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গত সপ্তাহে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যালয়ে অভিযান চালায়।

পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং রানওয়ের সামনের প্রাচীরের নির্মাণ কৌশল পর্যালোচনা করছে। এই ঘটনায় উদ্ধার হওয়া বিমানের একটি ইঞ্জিনে পাখির পালক পাওয়া গেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার বিকল হয় না।

এদিকে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধারে দুই সদস্যের তদন্ত দল সম্প্রতি যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কাছে এই রেকর্ডার হস্তান্তর করবেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে