ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবির মুজিব হলের নতুন ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নির্ধারণ

২০২৫ জানুয়ারি ০৭ ১৮:০৯:৩৩
ঢাবির মুজিব হলের নতুন ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নির্ধারণ

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণাধীন ভবনটির নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নির্ধারিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামান।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কাছে নতুন ভবনের নামকরণের জন্য মতামত নিয়েছিলাম। শিক্ষার্থীরা চারটি প্রস্তাবিত নামের মধ্যে ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামটি নির্বাচন করেন।

পরে এই নামটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব করা হয়। গতকাল এটি সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে এবং উপাচার্য স্যার সেটি স্বাক্ষর করেছেন। অফিসিয়াল অনুমোদন আমাদের কাছে এসে পৌঁছেছে।

প্রাধ্যক্ষ আখতারুজ্জামান বলেন, মাসের ১৮-২০ তারিখের মধ্যে ভবন নির্মাণকারী কোম্পানি সকল কাজ সম্পন্ন করে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে। এই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে রুম বরাদ্দের বিষয়ে আলোচনা করব। নতুন ভবনটির উদ্বোধনের জন্য প্রতিটি ফ্লোরে অন্তত একজন ক্লিনার এবং মূল ভবনে অন্তত তিনজন সিকিউরিটি গার্ডের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, আমি অধ্যাপক তানজিম উদ্দিন খান (ইউজিসি সদস্য) স্যারের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা বলেছেন এ মাসের শেষের দিকে এই বিষয়ে অনুমোদন দেবেন। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা ভবনটি উদ্বোধন করতে পারব বলে আশা করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে