ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইইউ; ঢাকায় ইআইবির ভাইস প্রেসিডেন্ট

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:৪৫:০১
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইইউ; ঢাকায় ইআইবির ভাইস প্রেসিডেন্ট

ডুয়া নিউজ: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চায় ২৭টি দেশের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি। এজন্য তারা বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এসব বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়া।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মালিকানাধীন ইআইবি বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান। এটি ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করে। এর মধ্যে বৈদেশিক নীতিগত অগ্রাধিকার, গুরুত্বপূর্ণ কাঁচামাল, ইইউ মাল্টিঅ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক (এমএফএফ) এবং দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ায় অর্থায়ন কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে ভাইস প্রেসিডেন্ট বিয়ারের উপর।

এর আগে গত ৬ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন যে, নিকোলা বিয়ারের সফরসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রাখা হয়েছে।

ইআইবি জলবায়ু কার্যক্রমের পাশাপাশি পরিবেশ, উন্নয়ন, উদ্ভাবন, দক্ষতা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই), অবকাঠামো এবং সমন্বয়ের ক্ষেত্রেও কাজ করে। এটি ঋণ, সমতা এবং গ্যারান্টির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নীতিগত লক্ষ্য অর্জন করে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ইআইবি ইউরোপ ও বিশ্বব্যাপী এক ট্রিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করেছে। ইআইবির জলবায়ু ও জ্বালানি লক্ষ্যগুলো ইউরোপ এবং এর বাইরেও নতুন মানদণ্ড তৈরি করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে