ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:০০:২৩
এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল

ডুয়া ডেস্ক: কোরবানির ঈদের পর আগামী জুন মাসের শেষের দিকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ লক্ষ্য নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে পরীক্ষার রুটিন প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের জানান, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত পরিকল্পনা চলছে।

তিনি আরও বলেন, কোরবানির ঈদের সময়েই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। সম্ভাব্য পরীক্ষার সূচির (রুটিন) খসড়া প্রস্তুতের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই সম্ভাব্য পরীক্ষার সূচি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো সম্ভব হবে।

এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু হবে। কলেজগুলোকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এরপরে ফরম পূরণের কাজ শুরু হবে।

একইভাবে অতীতে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে