ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপের সুযোগ

২০২৫ জানুয়ারি ০৭ ১৬:৩৭:৩৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপের সুযোগ

ডুয়া ডেস্ক: জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে। এ সুযোগ বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবেন।

ওআইএসটি বছরে দুইবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের আয়োজন করে। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৫ সালের ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে। ১৫ এপ্রিল, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এই ইন্টার্নশিপ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।

ইন্টার্নশিপে সুযোগ-সুবিধারিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন (১,৮৫১ টাকা, ১ ইয়েন সমান শূণ্য দশমিক ৭৭ পয়সা ধরে) দেওয়া হবে।এছাড়াও, পাওয়া যাবে:* ফ্রি ভিসা সাপোর্ট* ওআইএসটির শাটল বাসের পাস* জাপানে যাতায়াতের জন্য বিমান টিকিট* আবাসন সুবিধা* ইনস্যুরেন্স সুবিধা

আবেদনের যোগ্যতা

* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন* শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে

প্রয়োজনীয় নথি

* স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দে)* আবেদনকারীর ছবি* শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি* রিকমেন্ডেশন লেটার

যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্যওআইএসটির ওয়েবসাইট থেকে ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটেলগইন করে আবেদন ফরম পূর্ণ করে আবেদন করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে