ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প; নিহত বেড়ে ৯৫

২০২৫ জানুয়ারি ০৭ ১৬:০২:২৯
তিব্বতে ভয়াবহ ভূমিকম্প; নিহত বেড়ে ৯৫

ডুয়া ডেস্ক: তিব্বতের উত্তরাঞ্চলে হিমালয়ের কাছাকাছি এলাকায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৯৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিনহুয়া জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের কম্পন তিব্বত ছাড়াও নেপাল, ভুটান, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চল, উত্তর ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে। তবে এসব দেশ থেকে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯:০৫ মিনিটে ভূমিকম্পের প্রথম আঘাতটি অনুভূত হয়। এরপর কয়েক মিনিটের মধ্যে একাধিক আফটারশক হয়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্যমতে, এসব আফটারশকের মাত্রা ছিল ৪.৪ বা তারও কিছু বেশি। যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে, ভূমিকম্পের প্রথম আঘাতটির মাত্রা ছিল ৭.১।

সিনহুয়া জানায়, ভূমিকম্পের এপিসেন্টার ছিল তিব্বতের টিংরি জেলায়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। এপিসেন্টারটি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। টিংরি শহরটি এভারেস্ট অঞ্চলের উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা (এনডিআরআরএমএ) জানিয়েছে, তিব্বতের সীমান্তে অবস্থিত নেপালের সাতটি জেলার মধ্যে কম্পন অনুভূত হয়েছে। তবে নেপালে এখনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এসব অঞ্চলের পরিস্থিতি জানার জন্য পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে