ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে পুলিশের চাকরি পাচ্ছেন ১০০ জন

২০২৫ জানুয়ারি ০৭ ১৫:৫৮:৪৭
ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে পুলিশের চাকরি পাচ্ছেন ১০০ জন

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য পুলিশের চাকরি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম পর্যায়ে ১০০ জন আহতকে পুলিশের চাকরি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান পরবর্তী সময়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভাগগুলোতেও চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের সময়ে মানিলন্ডারিং একটি প্রধান সমস্যা ছিল। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর তদন্ত করার জন্য সিআইডিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়ে তিনি জানান, ১,০০০ ছাত্রকে নিয়োগ দেওয়ার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত ৪০০ জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের জন্যও একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে তবে রাষ্ট্রপক্ষ থেকে সাড়া কম এসেছে।

শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের সময় সীমিত রাখা হয়েছে যাতে তারা পড়াশোনা করতে পারেন।

এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের কার্যক্রমে পূর্ববর্তী সরকারের তুলনায় উন্নতি হয়েছে কি না, সে বিষয়ে জনগণের মূল্যায়ন নিতে বলেছেন। ৫-৬ আগস্ট ঘটনাক্রমে সরকার অকার্যকর ছিল এবং সেই সময়ে অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছেন বলে জানান জয়াঙ্গীর আলম চৌধুরী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে