ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বিচার ও সংস্কারের পর নির্বাচন’

২০২৫ জানুয়ারি ০৬ ২২:০৩:২৬
‘বিচার ও সংস্কারের পর নির্বাচন’

ডুয়া নিউজ: অবিলম্বে ‘প্রোক্লেমেশন অফ জুলাই রেভ্যুলিউশন’ ঘোষণা করা উচিত বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক সেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

আজ সোমবার (০৬ জানুয়ারি) ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং ‘প্রোক্লামেশন অফ জুলাই’ রেগুলেশন এর জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। আগে বিচার হবে, সংস্কার হবে, এরপরে নির্বাচন। তার আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত দেড় দশক ধরে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছেন এবং দেশের নেতৃত্ব শূন্যতা সৃষ্টি করেছেন। তিনি বলেন, পূর্ববর্তী রাজনৈতিক নেতৃত্বের বিভাজনের কারণে তারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি এবং ব্যর্থ হয়েছে। সেই জায়গাতেই তরুণ প্রজন্মকে নেতৃত্ব গ্রহণ করতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ড, ২০১৪ সালের শাপলা চত্বর হত্যাকান্ড এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কারচুপির কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ছাত্র আন্দোলনের কাজ অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে অবশ্যই এই সব বিচার শেষ করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ষড়যন্ত্র এখনও চলছে এবং দেশে নানা ধরনের বিদ্রোহের ঘটনা ঘটছে, যেমন সচিবালয়ে অগ্নিকাণ্ড। তিনি ছাত্রসমাজকে সতর্ক করে বলেন, যতদিন ছাত্রসমাজ জেগে থাকবে, ততদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবেন না। তিনি উল্লেখ করেন, একসময় ঢাকার মসনদে কে বসবে তা দিল্লি থেকে নির্ধারণ হতো, কিন্তু এখন এ দেশের জনগণই তা নির্ধারণ করবে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যারা ক্ষমতার জন্য মানুষের রক্ত ও জীবনকে মূল্যহীন মনে করে, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বাংলাদেশে যৌক্তিক নির্বাচন হবে, তবে তার পূর্বে সিস্টেম সংস্কার করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে