ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৪ শিক্ষক

২০২৫ জানুয়ারি ০৬ ২০:৫৫:১৫
পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৪ শিক্ষক

ডুয়া নিউজ : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৭৬৪ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাগণ ৫ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪ তম ব্যাচের কর্মকর্তা।

সোমবার (০৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের নিন্মবর্ণিত কর্মকর্তাগণ-কে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতনক্রমে) নিন্মোক্তভাবে পদায়ন করা হলো।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন।

এ আদেশের পরিপ্রেক্ষিতে কোন কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোন প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি বারিত করার মত কোন বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিলে কর্তৃপক্ষের এখতিয়ার সংরক্ষিত থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাগণের মধ্যে রয়েছে অর্থনীতির ৫৬, আরবি ও ইসলাম শিক্ষা ২৯, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৪৬, ইংরেজির ২৬, ইতিহাসের ৩১, উদ্ভিদবিদ্যার ৪৮, কৃষিবিজ্ঞানের ৭, গার্হস্থ্য অর্থনীতির ১, গণিতের ৮৮, দর্শনের ৩৯, পদার্থবিদ্যার ৬৬, পরিসংখ্যানের ৬, প্রাণিবিদ্যার ৭২, ব্যবস্থাপনার ৫৫, বাংলার ৬, ভূগোলের ২৪, মনোবিজ্ঞানের ৯, রসায়নের ২২, রাষ্ট্রবিজ্ঞানের ১৮, সমাজকল্যাণের ১৩, সমাজবিজ্ঞানের ১, সংস্কৃতের ২, হিসাববিজ্ঞানের ৯৪, টিসিসি (বাংলা) ২, টিসিসি (বিজ্ঞান) ৩ জন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে