ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ সফর করলেন কাতার নৌবাহিনী প্রধান

২০২৫ জানুয়ারি ০৬ ২০:৪০:২২
বাংলাদেশ সফর করলেন কাতার নৌবাহিনী প্রধান

ডুয়া ডেস্ক : কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি দুদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

সোমবার (০৬ মার্চ) সফরের অংশ হিসেবে ঢাকার বনানীর নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদর দফতরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) তাকে স্বাগত জানান।

এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

এর আগে সকালে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সই করেন। সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

এ সময় নৌ সদরের পিএসওরা, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং কাতার অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে কাতার নৌবাহিনী প্রধান সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে