ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘২৪’র অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’

২০২৫ জানুয়ারি ০৬ ১৮:০৩:৩৩
‘২৪’র অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ২০২৪ সালের ফ্যাসিবাদ অবসানের অভ্যুত্থানের প্রতিটি বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, "অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।"

সোমবার ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' প্রদানের সময় তিনি এসব কথা বলেন। সারজিস আলম উল্লেখ করেছেন যে, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জুলাই মাসে যে বিপ্লব ঘটে, তাতে শত শত ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করা হয়েছে।

অন্য রাজনৈতিক দলগুলির অবহেলা প্রসঙ্গে তিনি বলেন, "বিগত ১৬ বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি, কিন্তু জুলাইয়ে আমরা সফলভাবে একত্রিত হয়েছি। যদি আমরা আবার স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, তবে বিভাজন শুরু হবে এবং এই সুযোগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ পাবে।"

পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়েও মন্তব্য করেন, "আমরা এখন বিশ্বের সঙ্গে সমান্তরালে কথা বলতে পারি এবং আমরা কারও কাছে নতজানু নই। যদি যে কোনো পরাশক্তি আমাদের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করে। তবে আমরা তা প্রত্যাখ্যান করবো।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে