ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবির কলা অনুষদে পিঠা উৎসব অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ০৬ ১৬:৪২:৫৩
ঢাবির কলা অনুষদে পিঠা উৎসব অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে আজ সোমবার (৬ জানুয়ারি ) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উৎসবে কলা অনুষদসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই উৎসব আয়োজন করায় অনুষদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এধরনের উৎসব সকলকে ঐক্যবদ্ধ রাখে এবং সকলের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে। পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে