ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুদ্ধবিরতির শর্তে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

২০২৫ জানুয়ারি ০৬ ১৬:১৪:০৪

ডুয়া ডেস্ক: সম্প্রতি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চলছে ইসরায়েলের। এখনও আলোর মুখ না দেখলেও যুদ্ধবিরতি চুক্তির শর্তে ইসরায়েলকে ৩৪ জন জিম্মি ফেরত দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৪ বন্দিকে মুক্তি দিতে সম্মত হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে জানায়, যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং গাজা থেকে তাদের সেনা প্রত্যাহারের ওপর।

তবে জিম্মি মুক্তি নিয়ে করা রয়টার্সের প্রতিবেদন অস্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এর আগে গতকাল রোববার বিকেলে এক বিবৃতিতে বলা হয়, জিম্মিদের কোনো তালিকা দেয়নি হামাস।

গাজার এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপিও জানায়, যুদ্ধবিরতি চুক্তির শর্তে ইসরায়েলি জিম্মি মুক্তিতে সম্মত হয়েছে হামাস। প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় জিম্মি থাকা সকল নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ বন্দিদের অন্তর্ভুক্ত করা হবে।

কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আলোচনা চলাকালীন এমন প্রতিবেদন প্রকাশিত হলো। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে চলমান এই আলোচনায় অগ্রগতির আশা করছেন সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে