ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ‘স্বাধীন তদন্ত কমিশন’

২০২৫ জানুয়ারি ০৬ ১৬:১৪:৪২
ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ‘স্বাধীন তদন্ত কমিশন’

ডুয়া ডেস্ক: বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান জানিয়েছেন, ভারত সরকার যদি অনুমতি দেয়, তবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশন সভাপতি বলেন, যদি ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠায়, তাহলে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। কমিশনের কাজটি সিকিউরিটি বা যানবাহনের সাহায্য ছাড়াই চালানো হবে।

বিডিআর হত্যাকাণ্ডের শহিদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে বৈঠকের সময় তিনি উল্লেখ করেন যে, দেশি-বিদেশিরা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—এ কথা বলাটাই যথেষ্ট নয়। ভারতকে জড়িত বলার সাথে সাথে এর স্বপক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপনও জরুরি। তিনি আরও জানান, বিভিন্ন প্রমাণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হবে।

মেজর জেনারেল ফজলুর রহমান তদন্ত কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার করে জানান, অতীতে অনেক প্রমাণ নষ্ট হয়েছে, তবুও তারা সত্য উদঘাটনে কাজ চালিয়ে যাবে। কমিশন আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার পরিকল্পনা করছে। তবে প্রয়োজনে সময় বাড়াতে আবেদন করার কথাও বলেন।

তিনি উল্লেখ করেন, তদন্তের ফলাফলে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা কমিশনের লক্ষ্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে