ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচনে সুযোগ পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষকরা

২০২৫ জানুয়ারি ০৬ ১৪:১০:৩১
নির্বাচনে সুযোগ পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষকরা

ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ স্কুল-কলেজের শিক্ষক ও চাকুরিজীবীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আহমেদ বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে মেম্বার পদে প্রার্থীদের জন্য সমান সুযোগ প্রদান করা উচিত। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তাদের আর্থিক সমস্যাগুলো কিছুটা কমে যাবে। তিনি জানান, স্থানীয় সরকারের নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মাঝে সমন্বয়ের প্রয়োজন রয়েছে এবং স্থানীয় নির্বাচনের জন্য জনগণের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কারণ তাদের প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পৌরসভাগুলোর বর্তমান অবস্থা সন্তোষজনক নয় এবং সেখানে এডমিনিস্ট্রেটিভ একীকরণের বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া দরকার বলেও জানান তিনি।

অধ্যাপক আহমেদ আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকরী ভূমিকা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো এবং স্থানীয় সরকারের ক্ষমতা ও দায়িত্ব পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীন নিয়মনীতির প্রবর্তন এবং কোনও ধরনের রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।

এছাড়া স্থানীয় সরকার প্রতিনিধিদের কার্যক্রমের বিচার-বিবেচনা ও মূল্যায়নের ব্যবস্থা করা, জনপ্রতিনিধিদের কার্যকলাপের উপর নজরদারির জন্য একটি বিশেষ সংস্থা গঠন করা, এবং ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে 'না' ভোটের বিধানসহ নানা সংস্কারমূলক প্রস্তাব উপস্থাপন করেছেন অধ্যাপক আহমেদ।

ঋণ ও উন্নয়ন কর্মসূচির সঠিক বাস্তবায়ন ও উদ্বেগজনক বিষয়গুলোর সমাধানের জন্য যথাযথ ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার প্রতি গুরুত্ব আরোপ করেছেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে