ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

রাজধানীতে পথশিশুদের মাঝে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

২০২৫ জানুয়ারি ০৬ ১৩:৪০:০৪
রাজধানীতে পথশিশুদের মাঝে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

ডুয়া নিউজ : রাজধানীতে অসহায় শীতার্ত পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। আজ সোমবার (০৬ জানুয়ারি) সকালে সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে ডুয়া’র নেতৃবৃন্দ মোহাম্মদপুর এলাকায় পথশিশুদের মাঝে কম্বলগুলো বিতরণ করেন।

পথ শিশুদের নিয়ে কাজ করা ছায়াতল বাংলাদেশ এই কম্বল বিতরণের আয়োজন করে। স্থানীয় ২৫০ জন পথশিশুর মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়া’র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল,নীলুফার চৌধুরী মনি, বায়েজীদ বোস্তামী, মো. তহা ও আনিসুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে শামসুজ্জামান দুদু অসহায় মানুষদের পাশে সম্ভাব্য সহায়তা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।

ছায়াতলের কর্মকান্ডের প্রশংসা করে তিনি বলেন, ছায়াতলের কর্মকান্ডের প্রতি আমাদের সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।’

এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, ‘আজকের কম্বল বিতরণের মাধ্যমে আমরা ডুয়া’র পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতার্ত বস্ত্র বিতরণ শুরু করেছি। ভবিষ্যতে আরও অন্যান্য এলাকায় আমাদের কর্মসূচি সম্প্রসারণ করবো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে