ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান

২০২৫ জানুয়ারি ০৬ ১৩:০৯:০৬
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবর্ষ থেকে শতভাগ আবাসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন তারা। বিকাল ৫টা পর্যন্ত তারা অনশন করবেন বলে জানান শিক্ষার্থীরা।

দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত হন।

ছাত্রীরা বলছেন, সীমাহীন আবাসন সংকটে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বেশ কয়েকবার দাবি এবং আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধান আসেনি। এবার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি এটি দ্রুত কাজ শুরু হবে। আমরা ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের চেষ্টা করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে