ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যেদিন ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫ জানুয়ারি ০৬ ১২:৩০:২৪
যেদিন ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ জানুয়ারি)। পরীক্ষা চলে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এই ইউনিটের ফলাফল দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত করা হবে তবে ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা জানতে পারবেন কেন্দ্রীয় ভর্তি কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর।

চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কোঅর্ডিনেটর এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, আমরা দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করে জমা দেব। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে, সব ইউনিটির ফল এক সঙ্গে প্রকাশ করা হবে নাকি আলাদাভাবে।

বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে। এ বছর চারুকলা ইউনিটে মোট আপ্লিকেশন জমা পড়েছে ৬ হাজার ৯৩টি, যেখানে মোট আসন সংখ্যা ১৩০টি। এর ফলে, প্রতি আসনের জন্য প্রায় ৪৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারিত ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে