ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবি-জাবির চার অধ্যাপকসহ ৮ জন পেলেন আমাই গবেষণা ফেলোশিপ

২০২৫ জানুয়ারি ০৫ ২১:৫৪:২৩
ঢাবি-জাবির চার অধ্যাপকসহ ৮ জন পেলেন আমাই গবেষণা ফেলোশিপ

ডুয়া নিউজ: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক প্রণীত গবেষণা ফেলোশিপ পেয়েছেন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপকসহ মোট ৮ জন। এছাড়া, একজন শিক্ষককে পিএইচডি সম্পন্ন করার জন্য ফেলোশিপ দেওয়া হয়েছে।

আজ রবিবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর এই ফেলোশিপ অনুমোদন করা হয়।

ফেলোশিপপ্রাপ্ত অধ্যাপকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রাব্বানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অব্দুল্লাহ আল মাসুম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক ড. মনসুর আহমেদ এবং দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ খলিলুর রহমান। পিএইচডি ফেলোশিপ পেয়েছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মারুফ মিয়া।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে