ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাবিপ্রবি ভর্তি আবেদনের প্রথম দিনে কারিগরি ত্রুটি, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

২০২৫ জানুয়ারি ০৫ ২০:১৮:৪২
শাবিপ্রবি ভর্তি আবেদনের প্রথম দিনে কারিগরি ত্রুটি, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ডুয়া নিউজ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আজ রবিবার (৫ জানুয়ারি) শুরু হওয়ার কথা ছিল। তবে কারিগরি সমস্যার কারণে এই কার্যক্রম বিলম্বিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ রবিবার সকাল থেকে ওয়েবসাইটে কাউন্টডাউন করা হচ্ছিল, তবে নির্ধারিত সময়ের কিছু পরে কারিগরি সমস্যার কারণে আবেদন গ্রহণ শুরু হয়নি। এরপর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে জানিয়েছে যে শিগগিরই অনলাইনে আবেদন শুরু হবে।

এছাড়া, শিক্ষার্থীরা admission.sust.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন ফি, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে। ৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এবারের ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি যথাক্রমে—এ-১ ইউনিট (বিজ্ঞান) ১,২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১,৪০০ টাকা, এবং বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির যোগ্যতা অনুযায়ী, ২০২১ বা ২০২২ সালে মাধ্যমিক ও ২০২৩ বা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং 'বি' ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে