ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার বদলে নামলো সিলেটে, কারণ জানা গেল

২০২৫ জানুয়ারি ০৫ ১৯:৫২:৩২
আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার বদলে নামলো সিলেটে, কারণ জানা গেল

ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জানা গেছে, কুয়াশার কারণে ওসমানী বিমানবন্দরে নামে ফ্লাইট দুটি। কুয়াশা কেটে যাওয়ার পর ফ্লাইট দুটি আবার সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছায়।

রোববার (০৫ জানুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ও ৭টা ৪০ মিনিটের দিকে চীন থেকে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে