ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বাড়ি বাড়ি গিয়ে ১৭ বছর বয়সীদের ভোটার করবে ইসি!

২০২৫ জানুয়ারি ০৫ ১৯:১৩:০৫
বাড়ি বাড়ি গিয়ে ১৭ বছর বয়সীদের ভোটার করবে ইসি!

ডুয়া নিউজ: আগামী ২০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে। ১৪ দিন পর্যন্ত চলবে এই হালনাগাদ তৈরির কার্যক্রম। এক্ষেত্রে ২০০৮ সালের ১ জানুয়ারি (১৭ বছর বয়সী) বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।

আজ রবিবার (৫ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী কর্তৃক জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, মাঠ কর্মকর্তাদের নির্দেশে ২০ জানুয়ারি থেকে দুই সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ এবং সুপারভাইজারের মাধ্যমে যাচাই করা হবে।

এতে আরও বলা হয়েছে, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যারা গত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি নিশ্চিত করা হবে। এছাড়া, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যও তথ্য সংগ্রহ করা হবে।

তথ্য সংগ্রহের কাজ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিকসহ ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার স্থানান্তর, মৃত ভোটারদের নাম কর্তন এবং নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলবে।

এছাড়াও উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য BVRS (Bangladesh Voter Registration Software) সফটওয়ারের সাহায্যে ডাটাএন্ট্রি ও ডাটা আপলোড করা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে