ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরিয়ায় কুর্দি ও তুর্কিপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ, নিহত শতাধিক

২০২৫ জানুয়ারি ০৫ ১৮:৪৮:০৪
সিরিয়ায় কুর্দি ও তুর্কিপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ, নিহত শতাধিক

ডুয়া ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি-পন্থী বিভিন্ন গোষ্ঠী ও সিরিয়ার কুর্দি বাহিনীর মধ্যে সংঘাতে গত দুই দিনে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর ৮৫ সদস্য এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর ১৬ সদস্য রয়েছেন।

এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুরস্কের ভাড়াটে সৈন্যদের তুর্কি ড্রোন ও বিমান হামলা প্রতিহত করেছে।

গত ২৭ নভেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বে অভিযানে ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পতনের পর উত্তর সিরিয়ায় সংঘাতের তীব্রতা বাড়ে। এরপর তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের কাছ থেকে মানবিজ ও তাল রিফাত শহরের দখল নেয়। এর পর থেকে প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে।

অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো রাক্কা যাওয়ার আগে কোবানে ও তাবকা শহরের দখল নিতে চাচ্ছে। এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চল এবং দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে, যেখানে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সরকারি বাহিনী প্রত্যাহার করে নেয়। কুর্দিরা পরে সেখানে স্বায়ত্তশাসিত প্রশাসন প্রতিষ্ঠা করে।

তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর অনুসারী হিসেবে বিবেচনা করে, যাদের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে দক্ষিণ-পূর্ব তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছে। পিকেকে যোদ্ধাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের সামরিক বাহিনী প্রায়ই সিরিয়া এবং ইরাকের কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালায়।

এছাড়া, ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা জানিয়েছেন, এসডিএফকে দেশের ভবিষ্যৎ সেনাবাহিনীতে একীভূত করা হবে। গত মাসে আসাদকে উৎখাতকারী বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নেতৃত্ব দিয়েছে এইচটিএস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে