ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবি আরবী বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

২০২৫ জানুয়ারি ০৫ ১৮:৪০:৪৫
ঢাবি আরবী বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের উদ্যোগে ‘Current trends in Arabic Language and literary studies’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ ৫ জানুয়ারি (রোববার) শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুরে আলম অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরবী ভাষা ও সাহিত্যকে উপজীব্য করে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পবিত্র কোরআন-এর ভাষা হওয়ায় এর যেমন মর্যাদা রয়েছে, তেমনি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ক্ষেত্রেও এই ভাষার গুরুত্ব অপরিসীম। নিয়মিত পড়াশোনা ও বিভাগের শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার মাধ্যমে আরবী ভাষায় দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে