ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবিতে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

২০২৫ জানুয়ারি ০৫ ১৮:১৯:৩৫
ঢাবিতে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেডিকেল সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড এর উদ্যোগে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (০৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে টুর্নামেন্টেটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কমল মেডি এইডের প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ট্রফি উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তীতে শিক্ষার্থীরা যখন ট্রমাটাইজড তখন এই রকম একটি আয়োজন আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই সহায়ক হবে। সুন্দর এই আয়োজনের জন্য কমল মেডি এবং তানভীর বারি হামিমকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের কার্যক্রমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতা অব্যহত রাখব।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, আমরা বিশ্বাস করি, ছাত্ররাজনীতির যে কালচার আমরা দেখছি, একক যে আধিপত্যবাদ সেখান থেকে মুক্তি পেয়েছি। সেটি আর ফিরে আসবে না। তার জন্য নিজেদের মধ্যকার, ছাত্রসংগঠনগুলোর মধ্যকার সম্প্রীতি খুবই জরুরি। আমি বিশ্বাস করি আমাদের সম্প্রীতি শুরু হবে খেলার মাঠ থেকে আর তার চূড়ান্ত রূপ লাভ করবে রাজনৈতিক ময়দানে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের মধ্যে আন্তরিকতা পূর্ণ পরিবেশ যেন বজায় থাকে সে বিষয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যেন আর সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অনেক বেশি অন্যায়ের স্বীকার হচ্ছি তবুও আমরা সমালোচনাকে গ্রহণ করতেছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সব ক্যাম্পাসেই ছাত্র রাজনীতির বিকাশের জন্য আমরা কাজ করছি। সাধারণ শিক্ষার্থীদের যার যে সংগঠনের আদর্শ ভাল লাগে তার সেই আদর্শ গ্রহনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেও ছাত্রদল কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি সেটা হচ্ছে সম্পর্কের অবনতি। ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি এর মধ্যে অন্যতম। এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। এই ধরণের সম্প্রীতিমূলক ক্রীড়া অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

সভাপতির বক্তব্যে কমল মেডি এইডের প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির বার্তা পোঁছে দিতে আমরা এই আয়োজন করেছি। উল্লেখ্য, কমল মেডি এইড একটি মেডিকেল সেবাদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষার্থীদের কাউন্সিল এবং চিকিৎসা সেবা সরবরাহ করে থাকে তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে