ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এডিপিতে ২৫ শতাংশ কমতে পারে বিদেশি সহায়তা

২০২৫ জানুয়ারি ০৫ ১৭:৫৬:৪২
এডিপিতে ২৫ শতাংশ কমতে পারে বিদেশি সহায়তা

ডুয়া নিউজ: বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদেশি সহায়তা বাবদ যে বরাদ্দ ছিল, তা থেকে প্রায় ২৫ শতাংশ কাটছাঁট করা হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা এবং বাস্তবায়ন পরিস্থিতি বিবেচনায় এ বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা কমানো হতে পারে।

চলতি অর্থবছরের এডিপিতে বিদেশি সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছিল প্রায় ১ লাখ কোটি টাকা, যা ২৫ শতাংশ কমিয়ে ৭৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হতে পারে। এটি মূলত প্রকল্প বাস্তবায়নে বেহাল দশা এবং বিদেশি সহায়তার প্রবাহ খারাপ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দেশের চলমান এডিপির মোট আকার ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে নিজস্ব উৎস থেকে।

এডিপিতে বিদেশি সহায়তা কাটছাঁটের বিষয়ে চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে