ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

২০২৫ জানুয়ারি ০৫ ১৭:৪৭:৫০
ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে একটি নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাবি প্রশাসন।

আজ রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে।

এছাড়া ঢাবি প্রশাসন ছাত্রীদের আবাসন সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে বাঙ্ক বেড স্থাপন করে ইতোমধ্যে বেশ কিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বিশ্ব ব্যাংকের ‘এইচইএটি’ প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালু করার প্রক্রিয়া চলছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা এই বৃত্তির আওতায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে