ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

অভিবাসীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করলো নিউজিল্যান্ড

২০২৫ জানুয়ারি ০৫ ১৭:৩৫:৪৮
অভিবাসীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করলো নিউজিল্যান্ড

ডুয়া ডেস্ক: নিউজিল্যান্ড সরকার শ্রম বাজারের ঘাটতি কাটানোর লক্ষ্যে এবার অভিবাসন পদ্ধতি সহজ করার জন্য ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে। এই পরিবর্তনগুলো কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য অভিবাসন প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রমবাজারের সংকট মোকাবেলা করতে নিউজিল্যান্ড সরকার কর্মীর কাজের অভিজ্ঞতার মাপকাঠি তিন বছর থেকে কমিয়ে দুই বছর করেছে। এই পদক্ষেপের মাধ্যমে যোগ্য কর্মীরা প্রয়োজনীয় শর্ত পূরণ করে নিউজিল্যান্ডে আরও সহজে কর্মসংস্থান খুঁজে পাবে।

এছাড়া, মৌসুমী কর্মীদের জন্য দুটি নতুন ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। অভিজ্ঞ মৌসুমী কর্মীদের জন্য তিন বছরের মাল্টি-এন্ট্রি ভিসা এবং কম দক্ষ কর্মীদের জন্য সাত মাসের একক-প্রবেশ ভিসা প্রদান করা হচ্ছে।

তবে কিছু ভিসা বাতিল করা হয়েছে, যেমন অ্যাক্রেডিটেড এমপ্লোয়ার ওয়ার্ক ভিসা (এইডব্লিউভি) এবং স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিসা (এসপিডব্লিউভি)। নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তাদের চাকরির বিস্তারিত তথ্যসহ বেতনের তথ্য প্রদান করতে হবে।

যদি কোনো অভিবাসী তাদের সন্তানদের নিউজিল্যান্ডে নিয়ে আসতে চান, তবে তাদেরকে বছরে অন্তত ৫৫ হাজার নিউজিল্যান্ডি ডলার আয় করতে হবে যদি তারা এইডব্লিউভি হোল্ডার হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে