ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালয়েশিয়ার তরুণী প্রেমের টানে মাকে নিয়ে বাংলাদেশে

২০২৫ জানুয়ারি ০৫ ১৬:৪৮:১৮
মালয়েশিয়ার তরুণী প্রেমের টানে মাকে নিয়ে বাংলাদেশে

ডুয়া ডেস্ক: মালয়েশিয়া থেকে বাংলাদেশের নাটোরের গুরুদাসপুরে হাজির হয়েছেন তরুণী সিটি হাসনা ও তার মা। এই তরুণী মালয়েশিয়ার মশিন জাকরি শহরের বাসিন্দা এবং তার প্রেমিক আনিছ রহমান নাটোরের খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে ২০১০ সালে যখন আনিছ মালয়েশিয়ায় কাজের জন্য যান এবং সেখানে সিটি হাসনার সঙ্গে পরিচয় হয়।

গত শুক্রবার সকালে সিটি হাসনা ও তার মা খুবজিপুরে আনিছের বাড়িতে এসে পৌঁছান। এর আগে ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফুল দিয়ে তাদের স্বাগতম জানান আনিছ ও তার পরিবারের সদস্যরা। বর্তমানে তারা আনিছের বাড়িতে অবস্থান করছেন এবং রোববার (৫ জানুয়ারি) নাটোর আদালতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

মালয়েশিয়ান তরুণীর আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আনিছের বাড়িতে সিটি হাসনাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলামও এ ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তরুণীদের বিয়ের সফলতা কামনা করেছেন।

আনিছের ছোট ভাই মো. হক সাহেব জানিয়েছেন, পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতি নিলেও নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে আনিছ তার দীর্ঘ ১৪ বছরের প্রেমের সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

এখন তারা নতুন জীবনের সূচনা করতে চলেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। আনিছ বলেন, ‘আমাদের সম্পর্ক দীর্ঘ ১৪ বছরের। পারিবারিকভাবে দুজনের ইচ্ছায় বিয়ে হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এভাবে প্রেমিকের টানে মালয়েশিয়ার তরুণী বাংলাদেশ এসে নতুন জীবনের শুরু করতে চলেছেন যা তাদের জন্য একটি বিশেষ মূহুর্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে