ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ৩৫ লাখ মানুষ: জাতিসংঘ

২০২৫ জানুয়ারি ০৫ ১৬:৪৫:১১
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ৩৫ লাখ মানুষ: জাতিসংঘ

ডুয়া ডেস্ক: মিয়ানমারে চলমান সংঘাতের কারণে দেশটি থেকে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১৫ লাখ বেশি। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। সেখানে মানবিক সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

২০২১ সালে সেনাবাহিনী অং সান সু চি সরকারের কাছ থেকে মিয়ানমারের ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহের জেরে সংঘাত শুরু হয়। ২০২৪ সালে এই সংঘাত তীব্র আকার ধারণ করে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের সংঘাত সীমান্ত অঞ্চল থেকে ছড়িয়ে দেশের বেশিরভাগ স্থানে বিস্তৃত হয়েছে। এর ফলে রেকর্ডসংখ্যক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় ও মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা করছে। বহু মানুষ বাংলাদেশসহ অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে।

ওসিএইচএ জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা মিয়ানমারের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। এর মধ্যে এক-তৃতীয়াংশ হচ্ছে শিশু।

জাতিসংঘ সতর্ক করেছে যে, ২০২৫ সালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সংঘাত, বিপর্যয়, মহামারি, বিস্ফোরণ, অস্ত্র এবং অর্থনৈতিক পতন মিয়ানমারে মানবিক সংকটকে আরও তীব্র করবে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর ১ কোটি ৯৯ লাখ মানুষের জন্য মানবিক সহায়তার প্রয়োজন হবে, যা দেশের এক-তৃতীয়াংশ জনগণের জন্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে