ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে সাকিব-মোস্তাফিজসহ ৮ বাংলাদেশি

২০২৫ জানুয়ারি ০৫ ১৬:৩৭:১৪
পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে সাকিব-মোস্তাফিজসহ ৮ বাংলাদেশি

ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ এর ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম উঠে এসেছে, যাদের মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানসহ আরও ৬ জন রয়েছেন। পিএসএল কর্তৃপক্ষ সম্প্রতি প্রকাশিত এক তালিকায় প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের নাম জানিয়েছে।

এবারের ড্রাফটে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

এছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পিএসএলের ড্রাফটে মোট ৩০-৪০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন, তবে বাকি ক্রিকেটাররা অন্যান্য ক্যাটাগরিতে থাকতে পারেন। বাংলাদেশের ৮ ক্রিকেটার ছাড়াও মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন এই ড্রাফটে।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফট আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিও তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছে। আর করাচি কিংস, মুলতান সুলতানস এবং পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে