ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বাধীন হতে চায় গ্রিনল্যান্ড

২০২৫ জানুয়ারি ০৫ ১৬:২৭:২০
স্বাধীন হতে চায় গ্রিনল্যান্ড

ডুয়া ডেস্ক: বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। সম্প্রতি দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে গ্রিনল্যান্ডের জন্য প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। এমন পরিস্থিতিতে ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডের স্বাধীনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী মিউট এগেডে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডে বলেছেন, "আসন্ন নির্বাচনে নাগরিকদের সঙ্গে মিলিত হয়ে আমরা নতুন পদক্ষেপগুলো তৈরি করব। আমাদের নিজেদের একটি পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। আমরা কাদের সঙ্গে সহযোগিতা করব এবং আমাদের ব্যবসায়িক অংশীদার কারা হবে, তা আমরাই সিদ্ধান্ত নেব।"

গত ২২ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে গ্রিনল্যান্ড কেনার আগ্রহের কথা জানান ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে রিপাবলিকান এই নেতার এমন মন্তব্য এবারই প্রথম নয়। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনিশ নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান।

অবশ্য ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছেন; এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় ১৮৬০-এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের সময়।

গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত জলপথে। গ্রিনল্যান্ডে বিশাল খনির মজুত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্পের জন্য সেখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে