ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের অভিযান

২০২৫ জানুয়ারি ০৫ ১৫:২৪:২৪
শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের অভিযান

ডুয়া ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান শুরু করেছে। আউট অব চিলড্রেন এডুকেশন প্রকল্পের আওতায় সারাদেশে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ ওঠেছে।

রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানে অক্ষম হন। পরে তাদের তথ্য দিতে একদিন সময় চেয়ে নেন।

দুদকের কর্মকর্তারা জানান, প্রকল্পে দক্ষ এনজিওর পরিবর্তে নিজেদের তৈরি করায় একাধিক অভিযোগ পাওয়া গেছে। এই দুর্নীতির ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার সম্ভাবনাও রয়েছে।

অভিযোগের সূত্র মতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ৮-১৪ বছর বয়সী ঝরে পড়া ও ভর্তি না হওয়া শিশুদের জন্য দ্বিতীয়বার সুযোগ তৈরি করা এবং তাদের আনুষ্ঠানিক শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে