ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতে প্রশিক্ষণের জন্য ৫০ বিচারকের অনুমতি বাতিল

২০২৫ জানুয়ারি ০৫ ১৫:০৮:৩৯
ভারতে প্রশিক্ষণের জন্য ৫০ বিচারকের অনুমতি বাতিল

ডুয়া ডেস্ক: ভারতের ভোপালে অনুষ্ঠিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের উদ্দেশ্যে অধস্তন আদালতের ৫০ জন বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে যা উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষর করেছেন।

প্রাথমিকভাবে বিচারকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছিল। যা সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে সংগৃহীত হয়েছিল। প্রশিক্ষণের জন্য নির্বাচিত বিচারকদের মধ্যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এবং এতে বাংলাদেশের সরকারের কোনো আর্থিক দায়িত্ব নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে