ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিইউপির ৮ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারসহ দুই দাবি

২০২৫ জানুয়ারি ০৫ ১৪:৫৬:৫৫
বিইউপির ৮ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারসহ দুই দাবি

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ একাধিক দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি প্রত্যাহারের পাশাপাশি হামলার সঠিক তদন্ত এবং বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

৫ জানুয়ারি (রোববার) রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করা হয়। যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করেন। তারা জানান, শাস্তিপ্রাপ্ত আট শিক্ষার্থীর ওপর চাপিয়ে দেওয়া সমস্ত ধরনের শাস্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং গত ১৮ জুলাই বিইউপি’র শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচারেরও দাবি জানিয়েছে।

এছাড়াও তারা অভিযোগ করে বলেন, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। দেশজুড়ে ভিসি পরিবর্তনের প্রেক্ষাপটে বিইউপির ভিসিকে কেন অপসারণ করা হয়নি এ নিয়েও তারা প্রশ্ন তোলেন।

গত ১ সেপ্টেম্বর বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচির পর দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার ও ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ড দেওয়া হয়। ওই সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবি পেশ করে। বিইউপি প্রশাসন পরে এই দাবি নিয়ে আলোচনা শুরু করে, কিন্তু শাস্তির ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে