ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, দুর্ভোগে জনজীবন

২০২৫ জানুয়ারি ০৫ ১৪:০২:০১
শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, দুর্ভোগে জনজীবন

ডুয়া ডেস্ক: পঞ্চগড়ে সাত দিন ধরে চলমান শৈত্যপ্রবাহ আরও জোরালো হচ্ছে। যদিও দিনের বেলায় রোদের কারণে কিছুটা স্বস্তি মিলছে। তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই রয়েছে।

বোরবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে যা শনিবারের ৯.৪ ডিগ্রি থেকে কিছুটা বেশি। মাসের প্রতি দিন তাপমাত্রা বাড়লেও সর্বাধিক তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা শনিবার ছিল ২৬.৬ ডিগ্রি।

শুক্রবার ৮.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পরে এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে যা প্রতিদিন সন্ধ্যার পর হালকা কুয়াশা এবং হিমেল বাতাসের মধ্যে অনুভূত হচ্ছে। এতে সকালে কাজে যোগদানকারী খেটে খাওয়া মানুষদের জন্য পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেছেন, রোববার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। তিনি সতর্ক করেছেন যে এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে