ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এসএসসি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে

২০২৫ জানুয়ারি ০৫ ১৩:২১:১৩
এসএসসি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে

ডুয়া ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘ওপেন স্কুল’ পরিচালিত এসএসসি প্রোগামের মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আজ রোববার (৫ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভর্তি প্রক্রিয়া আগামী দুই মাস ধরে চলতে থাকবে।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা:

জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যাদের ওই বিষয়ে কোনো সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে; তবে এক্ষেত্রে বয়স হতে হবে ১৪ বছর (৩১/১২/২০২৪ তারিখে)।

আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, তারিখ, মানবণ্টন ও পরীক্ষা কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার যাবতীয় বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ এই নম্বরগুলোতে রোববার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা হতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে